তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি:
নরসিংদী জেলা সহ সকল জেলায় সাংবাদিকদের ঐক্য নষ্ট করতে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি, ফেক আইডি, ইউটিউব চ্যানেল, লাইক পেজ ও কথিত আন্ডারগ্রাউন্ড পত্রিকার মাধ্যমে জেলার ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে একে অপরের অপপ্রচার চালানো হচ্ছে।
এতে সমাজে ও বাংলাদেশের সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষ সাংবাদিকতার পবিত্র পেশা নিয়ে বিভ্রান্ত হচ্ছে। বাংলাদেশের সকল জেলার শীর্ষস্থানীয় বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, যেমন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের মোস্তফা, নুরুদ্দিন, রফিক; সদর প্রেসক্লাবের মাসুদ রানা বাবুল, লায়ন সরকার, মতিউর রহমান; শিবপুর, মাধবদী, মনোহরদী, পলাশ ও বেলাব সহ জেলার অন্যান্য সাংবাদিকদের নাম বাংঙ্গিয়ে তাদের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ কর্মীদের একাংশের মধ্যে পারস্পরিক বিশ্বাসহীনতা, অহংকার ও বিভক্তি তৈরির ফলে ঐক্য দুর্বল হচ্ছে বলে মনে করছেন বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। অনেকেই রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের দোসর সাংবাদিকদের সংখ্যা বেশি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এইজন্য। বেশিরভাগ সাংবাদিক আওয়ামী লীগ পন্থী তারা বিএনপির সাংবাদিক অথবা বিএনপির সমর্থন বিএনপি নেতা কর্মী হলে তাদের বিরুদ্ধে সিরিজ নিউজ করে।
এই আওয়ামী লীগের দোসররা জুলাই আন্দোলনে ছাত্র হত্যার উস্কানি দিয়েছে। নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল এক বিবৃতিতে বলেন, "আমি কোনো বড় মাপের সাংবাদিক নই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম পড়িনি, তবে পিআইবি থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা করেছি।
আমি শুধু চোখে যা দেখি তা-ই লিখি। অনুসরণ করি এবং East west North South follow ,করি আমি একজন কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব পালন করি।"
তিনি আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তবে কেউ আমাদের সম্মান দেবে না। আমলারা, রাজনীতিবিদরা, শিল্পপতিরা আমাদের ঘৃণার চোখে দেখবে। কেউ যেন আমাদের চাঁদাবাজ, দালাল, ভুয়া সাংবাদিক বলতে না পারে, এজন্য নিজেদের ভেতরে আত্ব-শুদ্ধি অভিযান শুরু করা জরুরি । আমি মনে করি এ ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি।
দেশের সব জেলা ও উপজেলার শিল্পপতি, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, “সাংবাদিকতার নামে অর্থ আদায় যেন না হয়।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের বিপক্ষে যারা কাজ করেছে, তাদের সাংবাদিক সমাজ থেকে বিতাড়িত করতে হবে। নরসিংদীতে চারজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের মামলা হয়েছে। অনেকেই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। কিন্তু সময় এসেছে আমাদের নিজেদের ভুল সংশোধন করে ঐক্যবদ্ধ হওয়ার।”
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সাংবাদিকদের একজন আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা জরুরি। কে ছোট, কে বড় – সেটা বিচার করবে জনগণ ও সময়। প্রেস কার্ড থাকলেই তিনি সাংবাদিক। অহংকার নয়, একে অপরকে সম্মান করতে হবে।”
সংবাদের শেষে মাসুদ রানা বাবুল জানান, তিনি ব্যক্তিগতভাবে কিংবা সদর প্রেসক্লাবের পক্ষ থেকে দেশের ও সকল জেলা , উপজেলার সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছেন –
“ভেদাভেদ ভুলে, কামড়াকামড়ি থামিয়ে, সবাই এক প্ল্যাটফর্মে আসুন। সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।”
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.