স্টাফ রিপোর্টারঃ
১৬ইং আগষ্ট ২০২৫ইং শনিবার নরসিংদী জেলা মনোহরদী উপজেলা চন্দন বাড়ি ইউনিয়ন হেতেমদী চার রাস্তার মোড়ে অবস্থিত ফিরোজা ফিলিং স্টেশন।
মনোহরদী উত্তর অঞ্চল হেতেমদী মোড়ে অবস্থিত ফিরোজা ফিলিং স্টেশন ছাড়া আর কোন ফিলিং স্টেশন নাই, তাই ফিরোজা স্টেশনকে যে কোন মূল্য টিকে রাখতে হবে।
ফিরোজা ফিলিং স্টেশনের মালিক মোঃ দেলোয়ার হোসেন রতন বয়স (৪৬), পিতা বকুল মিয়া, সাং হেতেমদী, থানা মনোহরদী, জেলা নরসিংদী। জাতীয় পরিচয় পত্র নম্বর ৬৮১৫ ২৩৩৩৫৮০৬, মোবাইল নাম্বার,০১৭৫৮৮৬৫২২৫,আমি নিম্ন তপছিল বর্ণিত ভূমি সম্পর্কে আবেদন করিতে আছি যে, আমি নিম্ন তপসিল বর্ণিত ভূমিতে বিগত ১০/০৭/২০০৬ ইং তারিখে ২৬১৪ নং রেজিস্ট্রিকৃত দলিল মূল্যে নিম্ন তপসিল বর্ণিত সম্পতিতে খারিজ করিয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত হই ও আছি।
আরও পড়ুনঃ বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ
আমি উক্ত ভূমিতে ফিরোজা ফিলিং স্টেশন স্থাপন করিয়া ভোগ দখলে আছি।উক্ত ফিরোজা ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করিয়া এলাকার কৃষকগণ কৃষি জমি চাষাবাদ করিয়া থাকে।কারণ উক্ত ফিরোজা ফিলিং স্টেশন ব্যতীত কৃষকের আর কোন ফিলিং স্টেশন নাই।
আমার নিম্ন তপসিল বর্ণিত এবং উল্লেখিত দাগের সম্পত্তি ব্যতীত আর কোন সম্পত্তি নাই।এ সম্প্রতি এবং বর্ণিত ফিরোজা ফিলিং স্টেশন থেকে যে আয় হয় তা দিয়ে আমার স্ত্রী সন্তানের ভরণপোষণ সহ আমার জীবিকা নির্বাহ করি। উক্ত জমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত হয়, তাহলে আমি এবং আমার পরিবার ভূমিহীন হয়ে পড়িবো।
যদি উক্ত ফিরোজা ফিলিং স্টেশন বর্তমানে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে হেতেমদীর পাশে হওয়ায় সাধারণ জনমানুষের অধিব ও জরুরি হয়ে পড়েছে। আমার এবং এলাকার মানুষের প্রয়োজনীয়তা দিক বিবেচনা করিয়া নিম্ন তপসিল বর্ণিত ভূমির প্রস্তাবিত অধিগ্রহণে অন্তর্ভুক্ত না করার আবশ্যক। অন্যথায় আমি ন্যায় বিচার হইতে বঞ্চিত হবো।
উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে নিম্ন তপসিল বর্ণিত ভূমির অধিগ্রহণ অন্তর্ভুক্ত না করার আদেশ দিয়া সুবিচার করিতে আজ্ঞা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.