নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ নব জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেন।মহা সমাবেশর মাধ্যমে জাতীয় করন কৃত গেজেট হতে বঞ্চিত ৫০০১ (পাঁচ হাজার এক) শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে গেজেট প্রদান।
এস এম সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত ১০৪০০০ ( এক লক্ষ চার হাজার) শিক্ষক কে নীতিমালার আলোকে ৫০% বয়স যুক্ত করে চাকুরিকাল গননা করা। ও ৫৯৬০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কে জাতীয় করণ ঘোষণা।
মহাসমাবেশের উদ্দেশে-ঃ
১ । প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন,
২। রাজনৈতিক প্লাটফর্ম তৈরির মাধ্যমে গ্রামীণ অব কাঠামো উন্নয়ন।
মহাসমাবেশের লক্ষ্য ঃ
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণ করতে
১। প্রাথমিক শিক্ষা ব্যবিস্থার শক্তিশালী ভিত্তি স্থাপন করা।
২। প্রাথমিক শিক্ষার ছাত্র- ছত্রীদের মেধার বিকাশ ঘটানো।
শিক্ষকরা দাবি করেন বাংলাদেশ নব জাতীয় করণ কৃত শিক্ষক ঐক্যজোটের নেতৃতে প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধারিত তারিখে দেশের বৈষম্যের স্বীকার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি মহাসমাবেশের বিদ্যালয় গুলো জাতিয় করণ করা ও সকল শিক্ষকদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মহাসমাবেশ করা
আরও পড়ুনঃ খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ
তারা আরও বলেন, বাংলাদেশের ৮৭০০০ গেজেট ভুক্ত গ্রাম রয়েছে, কিন্তু গেজেট প্রজ্ঞাপন নীতিমালার আলোকে প্রতিটি গ্রামে একটি করে বিদ্যালয় স্থাপনের কথা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে সারা বাংলাদেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬৬৬১ টি রয়েছে।
বস্তুত বৈষম্য বিরোধী দেশ পুনর্গঠনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুল স্তম্ভ। কিন্তু গ্রাম ও জনসংখ্যার দিকে তাকালে (৮৭০০০- ৬৬২৭০) = ২৭৩০ টি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ক্রমে জাতীয় করণ করা প্রয়োজন।
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সরদার কেরামত আলী মন্ত্রণালয় ১ ( প্রাঃ শিঃ অ/৫ আর বিদ্যা ) ২ নীতিমালা ২০১২/ ১৮০।
তারিখ ২৬ অক্টোবর ২০১৪ ইং (২ প্রাঃ শিঃ আ/৬ আর বিদ্যা ) ২ নীতিমালা ২০১২/২৪৭
তারিখ ২৯ জানুয়ারি ২০১৫ ইং স্মারক অনুযায়ী ( ৫৭৭+২১১৮+১৪৬৪= ৪১৫৯ টি)
অধিদপ্তরের , এম আই, এস কোড ভুক্ত ৮০১+ শহীদ বুদ্ধিজীবীদের নামের স্মরণে ১০০০= যেটি (৪১৫৯+৮০১+১০০০)= ৫৯৫০ টি বেঃ প্রাঃ বিদ্যালয় পর্যায় ক্রমে জাতীয় করণ করা প্রয়োজন বল দাবি করেন।
৫০০১ জন শিক্ষক কে প্রধান শিক্ষক পদে পুনরায় গেজেট প্রদান।
জাতীয়করণ কৃত এসএমসি কতৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক কে নীতিমালার আলকে ৫০% যুক্ত করে চাকরি কাল গনণা করে এস এম সি কতৃক নিয়োগ প্রাপ্ত হতে পেনশন প্রদান করা।
মোট পাচঁটি দাবী মহা সমাবেশের মাধ্যমে ঘোষণা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ জোর দাবী জানান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.