
বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রবাসে ও বাংলাদেশে অবস্থানরত সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন Athens Commerce-এর পক্ষ থেকে বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সংগঠক জাহিদ ডাকুয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রবাসে কিংবা বাংলাদেশে—আপনি যে যেখানে অবস্থান করছেন, সকলকে Athens Commerce-এর পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তিনি নতুন বছর উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে বলেন, “আমি মহান আল্লাহর কাছে দোয়া করি—নতুন বছরে সমগ্র মানবজাতির জন্য একটি সুন্দর, শান্তিময় ও মানবিক পৃথিবী গড়ে উঠুক, যেখানে থাকবে সুখ, শান্তি ও আনন্দ, আর থাকবে না কোনো বৈষম্য।”
জাহিদ ডাকুয়া আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। তিনি বিশ্বাস করেন, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, জাহিদ ডাকুয়া NGO HARA – European Human Rights Charitable Organization-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে ইউরোপজুড়ে মানবাধিকার, অভিবাসী অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি Athens Chamber of Test Man-এর অভিবাসন ও আন্তর্জাতিক বিষয়ক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নববর্ষের এই শুভেচ্ছা বার্তা প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে নতুন করে আশার আলো জাগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 dainikbanglarsangbad.com. All rights reserved.