আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে নগরীর রমেশসেন রোডের নিষিদ্ধ পল্লীর একাধিক বাড়ি থেকে ১১০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) রাতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। নগরবাসীর মতে, এটি গত ৫ আগস্টের পর সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান।
এক ঘণ্টাব্যাপী চলা অভিযানে নিষিদ্ধ পল্লীর একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের খবরে শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, ওসি শিবিরুল ইসলাম থানায় যোগদানের পর থেকেই ময়মনসিংহ শহরে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার নেতৃত্বে ধারাবাহিক অভিযানের ফলে চিহ্নিত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এবং অনেকেই পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১১টি স্কুলে শতভাগ ফেল,তদন্তের নির্দেশ
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ওসি শিবিরুল ইসলাম জানান, যেখানেই মাদক, সেখানেই অভিযান। ময়মনসিংহ শহরকে মাদক, চুরি ও ছিনতাইমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এই কাজে নগরবাসীর সহযোগিতা কাম্য।
তিনি আরও বলেন, নগরবাসীর শান্তি-নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.