নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল ও হস্তান্তর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
২৭ মে মঙ্গলবার দুপুরে মহাদেবপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় আয়োজিত সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য রাখেন,
ভূক্তভোগী বিমান সরকার, আবুল কালাম, সাইফুল ইসলাম, আফাজ উদ্দিন, আবেদ আলী, সোহরাব হোসেন, কছিমুদ্দিন, সঞ্জয় সরকার প্রমূখ।
বক্তারা এ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন,
উপজেলার সিদ্দিকপুর মৌজার হাল ১১৭ নং খতিয়ানের ৭.২২ শতক জমির মধ্যে ৫ একর জমি নিয়ে শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোতাহার আলী গং এর সঙ্গে শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের পুত্র বিমান
সরকার গং এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ভূক্তভোগীদের দাবি যে, ১৯৩৩ সালের দলিল,১৯৩৬ সালের জীবনস্বত্ত্ব হিসেবে ডিগ্রী থাকার পরেও ২ পক্ষ বিনিময় করে ভারতে চলে যান।
বিনিময় পার্টিরা অত্র এলাকার বিভিন্ন লোকজনের কাছে তাদের জমি হস্তান্তর করে যাওয়ার পর হতে অদ্যবধি জমিগুলো ভোগদখলে আছেন।
এমতাবস্থায় নামজারি বাতিলের আবেদন করাসহ আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে ভূমি দস্যুরা সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল ও হস্তান্তরের চেষ্টা করছে।
এ সংবাদ সম্মেলনে ওইসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করা হয়।
নওগাঁ #
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.