মোঃ রানা মিয়া,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারকে (৫০) বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জিঞ্জিরতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন তরফদার ওই গ্রামের মৃত আজাহার তরফদারের ছেলে ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
জানা যায়, গত ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌছে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে।
এসময় বিএনপির অর্ধশত নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। এঘটনায় ১৭ অক্টোবর উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদি হয়ে সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়।
আরও পড়ুনঃ রংপুরের মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের মতবিনিময় সভা
তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।
এঘটনায় ১৯ ফেব্রুয়ারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন যুবদল নেতা রিপন শেখ। এই দুটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদার এজাহার়ভুক্ত আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত হাসান মাহমুদ বলেন, আল আমিন তরফদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর বুধবার থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.