চট্টগ্রাম প্রতিনিধিঃ
ফরহাদাবাদ দরবার শরীফের অন্যতম খলিফা ও জামাতা হাজত রওয়া, মুশকিল কোশা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী (রহ.)’র পবিত্র চন্দ্র মাসিক ফাতেহা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত ১৩ জুন’২৫ শুক্রবার বাদ এশা হুজুরের একমাত্র পুত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদীর সভাপতিত্বে দরবারে অনুষ্ঠিত হয়।
হুজুরের বড় নাতি সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদের সঞ্চালনায় উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক ডা. বরুণ কুমার আচার্য বলাই। সভায় এলমে শরিয়ত ও এলমে তরিকতের উপর সারগর্ভ আলোচনা করেন মওলানা শেখ আরিফুর রহমান, মওলানা সৈয়দ ওসমান গনি।
আরও পড়ুনঃ সাঘাটায় হস্তকুটির মেলার আড়ালে কোটি টাকার প্রতারণা, প্রোপাইটার জাহাঙ্গীর লাপাত্তা
হুজুরের বর্নাঢ্য জীবনে মজহাব মিল্লাতের খেদমতের কথা উল্লেখ করতে গিয়ে বক্তারা বলেন, “আল্লামা সফিউল বারী (রহ.) বিভিন্ন মাহফিলে শরিয়ত ও তরিকতের উপর যে সব আলোচনা করতেন সেগুলো তার বহুমুখী পাণ্ডিত্বের অধিকারী হিসেবে আল্লামা খেতাবে ভুষিত হন। তিনি সব সময় মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত আদায়ের উপর গুরুত্ব দিতেন। বেশিরভাগ মানুষ শরিয়তের মাসালাগত জটিলতায় ওনার কাছে এসে সঠিক সমাধা নিতেন।”
মাহফিলে সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার সৈয়দ বদিউল আলম, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ কুতুব উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ করিমুল আবেদিন, মওলানা সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ, হাফেজ নুরুল ইসলাম, আলহাজ্ব দেলোয়ার হোসেন মানিক, লায়ন ড. তরুণ কুমার আচার্য, সৈয়দ আহমদ উল্লাহ ফারুক, তাজাম্মাল হোসেন খান, নাজমুল হোসেন খান, শেখ মুহাম্মদ আশরাফুর রহমান আতিফ, সৈয়দ হাসনাইন মোর্শেদ, আক্তার হোসেন সওদাগর, এস এম সাজ্জাদ, শেখ মুহাম্মদ মসিউর রহমান আশিক, সৈয়দ আতাউর রহমান, আব্দুল হক সুমন, সৈয়দ মুহাম্মদ ওমাইর আকিব, সৈয়দ মুহাম্মদ ইমতিয়াজ, ঝুমুর সর্দার প্রমুখ।
মিলাদ কিয়াম পরিবেশন করেন সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী ও আখেরি মুনাজাত করেন মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী(ম.)। সর্বশেষ সকলের মাঝে তবারুক পরিবেশন করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.