বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
দৈনিক বাংলার সংবাদ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ও মানবতাবাদী ব্যক্তিত্ব অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী। তাঁর এই যোগদানে পত্রিকাটির সম্পাদকমণ্ডলী ও সকল সহকর্মীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী দেশের শিক্ষা, আইন ও মানবাধিকার অঙ্গনের এক উজ্জ্বল নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, গবেষণা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে অসাধারণ অবদান রেখে চলেছেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (USET)-এর ডিন ও রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি প্রাইম ইউনিভার্সিটি (উত্তরা ক্যাম্পাস)-এর আইন বিভাগের প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর একাডেমিক যোগ্যতার মধ্যে রয়েছে এলএল.বি, এলএল.এম ও পিএইচ.ডি ডিগ্রি, যার গবেষণার বিষয় ছিল— “বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা: সমস্যা ও সম্ভাবনা”।
একজন প্রশাসক ও সংগঠক হিসেবেও তিনি অনন্য। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস করাপশন সোসাইটির সেক্রেটারি জেনারেল, ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS)-এর ভাইস চেয়ারম্যান, এবং গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ ফাউন্ডেশন-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানবতার কল্যাণে তাঁর অবদান দেশ-বিদেশে ব্যাপকভাবে স্বীকৃত। তিনি গ্লোবাল পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০২২, পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড, ইউএনএনজিও হিউম্যানিটি অ্যান্ড পিস অ্যাওয়ার্ড, ইউনাইটেড নেশনস অনারেবল ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৪ সহ বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
শিক্ষা ও মানবসেবার সমন্বয়ে সমাজ গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, অসহায়দের চিকিৎসা সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদান তাঁর নিয়মিত কর্মসূচির অংশ।
দৈনিক বাংলার সংবাদ পরিবার এক বিবৃতিতে জানায়— অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী-এর মতো জ্ঞানী, মানবতাবাদী ও দূরদর্শী ব্যক্তিত্বের যোগদানে আমাদের সম্পাদকীয় বোর্ড আরও শক্তিশালী ও প্রগতিশীল হবে। তাঁর নেতৃত্বে পত্রিকাটি সত্য, ন্যায় ও মানবতার পক্ষে আরও দৃঢ় অবস্থান নেবে।”
অধ্যাপক ড. শরীফ আব্দুল্লাহ হিস সাকী বলেন— দৈনিক বাংলার সংবাদ আমার কাছে শুধু একটি সংবাদপত্র নয়, এটি ন্যায় ও মানবতার কণ্ঠস্বর। আমি এই পরিবারে যুক্ত হয়ে সত্য ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে চাই।”
তাঁর এই যোগদানে শিক্ষা ও মানবাধিকার অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি পত্রিকাটিকে আরও সমৃদ্ধ ও নৈতিক সাংবাদিকতার পথে এগিয়ে নেবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.