এম এ রউফ কাতারঃ
দেশের লূট পাটকারী লোভী প্রতারক বাটপার যদি বন্ধ হয়ে যায় ছাত্রছাএীর রাজনৈতিক করার প্রয়োজন মনে করি না। তারা ভালো লেখা পড়া করে রাজনৈতিক বই পড়ে নীতি আদর্শবান শিক্ষা নিবে ও শিখবে । বিশ্বের জাতির কাছে শিক্ষার পরিচয় দিবে।
ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ-এটা সর্বজন স্বীকৃত। তারাই দেশের কান্ডারি। তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। তারা সারা বিশ্বের মধ্যে দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে। মূলত শিক্ষার কোনো বিকল্প নেই বলেই চলে। শিক্ষার্থীদের এত মূল্যায়ন। নিরক্ষরতা জাতিকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তাই শিক্ষার্থীদের কাছে পরিবার তথা জাতির একটাই প্রত্যাশা, তা হলো লেখাপড়া করা, মানুষ হওয়া। মূলত এ কারণেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধাপে উচ্চ থেকে উচ্চতর শিক্ষাগ্রহণের সুযোগ পায়। শুধু আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবেই যুগ যুগ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই সেবা দিয়ে আসছে।
এর বাইরে আর কোনো লক্ষ্য নেই। এখানে শিক্ষার্থীরা আসবে, লেখাপড়া শিখবে তারপর আদর্শ মানুষ হিসেবে এখান থেকে বের হবে। আদর্শ মানুষ হিসেবে তারা তখন দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে। এটাই একটি চক্র। ছাত্র সে যেখানেই থাকুক, শেখাই তার অন্যতম উদ্দেশ্য।
তাহলে এর মধ্যে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা কোথায়? কেউ কেউ অবশ্য এর পক্ষে অনেক যুক্তি দেখাবেন। এখানেও শেখার আছে। কিন্তু সে শেখার মধ্যে যদি কোনো আদর্শ স্থান না পায় বা যদি তা আদর্শচ্যুত হয় তাহলে কি তার প্রয়োজনীয়তা থাকতে পারে?
ছাএ রাজনৈতিক বন্ধ করতে চাই না। ছাত্রদের পাশে ভালো নীতিবান নেতা বুদ্ধিজীবী থাকতে হবে। দেশপ্রেমিক। বুদ্ধিজীবীরা ছাত্রদেরকে কোন জায়গায় কাজে লাগাতে হবে বুদ্ধিজীবীরা বুঝতে হবে।
ছাত্র রাজনীতিক থেকে দেশ স্বাধীন হয়েছে। যূগ যূগে যূগে । নীতি আদর্শ বান দিয়ে ছাত্র রাজনীতি করতে হবে। দেশপ্রেম থাকতে হবে। ৭১ সালে ছাত্র রাজনীতি থেকে দেশ স্বাধীন হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.