এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সিএনজি মালিক ও চালক সমিতির তিন দফা দাবিতে ডাকা ধর্মঘটের কারণে জেলায় কোনো সিএনজি চলছে না। যার ফলে মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাসিরনগর থেকে জেলা সদর বিশ্বরোড, মাধবপুর, লাখাই হবিগঞ্জ তিনটি গুরুত্বপূর্ণ রাস্তায় বিকল্প কোন পরিবহন না থাকায় একমাত্র সিএনজির উপর নির্ভর নাসিরনগর উপজেলা বাসি পড়েছে চরম দুর্ভোগে। জেলার অন্য রাস্তায় বাস-মিনিবাস চলাচল করায় তেমন ক্ষতিগ্রস্থ না হলেও নাসিরনগরের অবস্থা সম্পূর্ণ ভিন্ন।
এখানে চলতে দেয়া হচ্ছে না ব্যাটারী চালিত অটোরিক্সাকেও। একজন মূমূর্ষ রোগী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যেতে হলেও সিএনজি প্রয়োজন। এখানে সহসাই পাওয়া যায় না এ্যাম্বলেন্স।তাই এলাকাবাসীরও দাবি দ্রুতই বিষয়টি সমাধানের।
আরও পড়ুনঃ ভালুকায় মাহিন্দ্রার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় সিএনজি চালকদের সাথে গতকালের সভা ফলপ্রসূ হয়নি। তাই আজকে বিকালেও আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে, রিপোর্ট লেখা পর্যন্ত বিআরটিএ বা ডিসি অফিসে কোনো আলোচনা হয়নি।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নাসিরনগর কলেজ মোড় সিএনজি স্টেশনে পুলিশ মোতায়েন করে রেখেছে উপজেলা প্রশাসন।
অপরদিকে উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে ব্যাটারী বা পায়ে চালিত রিক্সা বা অটোরিক্সা চলাচলে বাধা দেয়া তারা ক্ষোভে ফেটে পড়ে।পরে চালকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে।এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহীনা নাছরিন তাদের সমস্যা সমাধানের আশ্বস দেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.