দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে শিশিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তারে বিলম্ব এবং হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে পুলিশের অস্বীকৃতির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয়।
সোমবার (১৬ জুন) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চৌরাস্তায় সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “শিশিরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অথচ ওসি হাসান জাহিদ হামলাকারীদের রক্ষা করতে হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে অস্বীকার করেছেন। এটি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা ও দুর্নীতির জ্বলন্ত প্রমাণ।”
তারা আরও বলেন, প্রশাসনের নির্লিপ্ততা এবং পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণে সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে হুমকির মুখে পড়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে একটি প্রতীকী ঝাড়ু মিছিল বের করা হয়, যা সেতাবগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোচাগঞ্জ থানার সামনে এসে শেষ হয়। পরে হামলায় আহত শিশিরের বাবা মোঃ আসাদুজ্জামান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসানের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফয়সাল মোস্তাক ও তার সহযোগীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। পুলিশের একাংশের মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে।
এই ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্তসহ বেশ কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.