ডেস্ক রিপোর্টঃ
রথযাত্রা উপলক্ষে দিঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রবেশের আগে কাঁথিতে গাড়ি থামিয়ে রাস্তায় দু’পাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন মুখ্যমন্ত্রী।
রথযাত্রা উপলক্ষে দিঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রবেশের আগে কাঁথিতে গাড়ি থামিয়ে রাস্তায় দু’পাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন মুখ্যমন্ত্রী। জনসংযোগের মাঝে গেলেন মারিশদা থানাতেও। কথা বললেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।
শুক্রবার রথযাত্রা। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টেনে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবারই দিঘা পৌঁছে গিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দিঘায় প্রবেশ করার আগে তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তা দেখে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করান মুখ্যমন্ত্রী।
কথা বলেন তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে। পরে আরও একবার মুখ্যমন্ত্রী গাড়ি থামান কাঁথি বাসস্ট্যান্ডের সামনে। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তার আগে মারিশদা থানাতেও যান মমতা। কয়েক মুহূর্ত থানায় কাটিয়েই তিনি বেরিয়ে যান। ঠিক কী কারণে তিনি মারিশদা থানায় গিয়েছেন, তা স্পষ্ট নয়। রামনগরে তৃণমূল বিধায়ক অখিল গিরিকে সঙ্গে নিয়ে মিছিলেও খানিকটা হেঁটেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ মিনি বাস আটক: বিজিবির অভিযানে আটক ১
জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। সেই কারণে এ বার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা।
অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তাঁর নির্দেশমতো কী কী পদক্ষেপ করা হয়েছে, তা চাক্ষুষ করতে চান তিনি।
সেই সব বিষয় খতিয়ে দেখতেই বুধবার দিঘায় গিয়েছেন তিনি। তবে বুধবার রাত পর্যন্ত দিঘার জগন্নাথ মন্দিরে যাননি মমতা।
মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়েই গোটা দ্বিঘা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা স্টেশন পর্যন্ত রাস্তার দু’ধারে কাঠের বড় ব্যারিকেড দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.