সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি) দালালদের নিয়ন্ত্রনে। দালাল চক্রটি দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসিকে লুটেপুটে খাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের লোক পরিচয় দিয়ে এবং দলীয় নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকম চালিয়ে যাচ্ছে চক্রটি। লাইনম্যান ফোরম্যানরা কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে কাজ করছে নিজেদের মন মত। বিভিন্ন সুত্রে অভিযোগ পাওয়া যায়, কিছু নামধারী নেতা ডিপিডিসিতে আগত গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকা নিয়ে গ্রাহকদের হয়রানি করছে। এই চক্রটির অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিপাকে পড়েছেন কয়েকজন ডিপিডিসির কর্মকর্তা। আসে বিভিন্ন ধরনের হুমকি-দামকি। এসব ছেচড়া নেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ইতিপৃর্বে কর্তৃপক্ষে লিখিত ভাবে জানানো হয়েছে বলে একটি সুত্রে জানা যায়। নাম প্রকাশ না করা শর্তে ডিপিডিসির কয়েকজন কর্মকর্তা বলেন, এসব দালাল প্রথমত গ্রাহকদের বিদ্যুৎ এর বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির সুনাম ক্ষুন্ন হচ্ছে। একটি দালাল চক্র ডিপিডিসির নিচ তলায় বসে সবসময় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড করে বেড়াচ্ছে। কাজ না করে আড্ডায় মেতে থাকে প্রতিটি মূহুর্ত। তাদের কাজে যাওয়ার কথা বললে তারা আওয়ামীলীগের নেতাদের পরিচয় দিয়ে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। দালাল চক্রটি সবমসয় ডিপিডিসির কর্মকর্তাদের প্রায় সময় ম্যানেজ করার চেষ্টা করে। তাদের দিয়ে করাতে চেষ্টা করে অনৈতিক কাজ। এতে যদি কর্মকর্তারা চক্রটির অনৈতিক দাবী না মানে তাহলে তাদেরকে বদলীসহ নানা ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। তারা আরো বলেন, এই চক্রটিকে যদি অতি দ্রুত দমন না করা যায় তাহলে গ্রাহক সেবার মান আরো কমে যাবে এবং দিনদিন গ্রাহকরা হয়রানির শিকার হবে। দালাল চক্রটিকে ধরতে র্যাব-পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গ্রাহকরা। এসব দালাল চক্রের বিষয়ে পত্রিকার পাতায় আরো বিভিন্ন গুরুতর অভিযোগ নিয়ে সংবাদ আসছে। পত্রিকার পাতায় চোঁখ রাখুন এবং ডিপিডিসিতে হয়রানির শিকার গ্রাহকরা সাংবাদিকদের তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.