দিনাজপুর প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে স্থানীয় সংবাদকর্মীদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের কোনো সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ ছিলেন না। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একইসাথে হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তারা আরও বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, বরং এটি গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
সাংবাদিকরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী ও কার্যকর আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা হোক।
আরও পড়ুনঃ বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা জনাব মোঃ হারুনুর রশিদ ,মোঃ মোয়াজ্জেম সরকার রুবেল ,
বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি, মোঃ ইউসুফ আলী বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ বীরগঞ্জ সাংবাদিক সংস্থার জয়েন সেক্রেটারি এবং এশিয়ান টেলিভিশনের রিপোর্টার।
এছাড়া উপস্থিত ছিলেন উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আঙ্গুর, দৈনিক যায়যায়দিন–এর কাহারোল প্রতিনিধি সুকুরায় রায়, দৈনিক পত্রালাপ–এর বীরগঞ্জ প্রতিনিধি দশরথ রায় বাবুল, দৈনিক যুগান্তর–এর বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক কালের কণ্ঠ–এর বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ,
দৈনিক খোলা কাগজ–এর প্রতিনিধি হাসান জুয়েল, দৈনিক মানবজমিন–এর প্রতিনিধি নুরেআলম সিদ্দিকী, দৈনিক চাঁদনী বাজার ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দৈনিক বাংলাদেশ সমাচার–এর প্রতিনিধি জাহিদ হাসানসহ আরও অনেকে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.