
মো: শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা
: ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা মোয়াজ্জেম পরিষদ ও যুব সমাজের উদ্যোগে ৪র্থ হিযফুল কুরআন প্রতিযোগিতা ও কেরাত সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাউনিয়া বাজার মাঠে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে তুরাগ থানার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মোয়াজ্জেম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুরআনের খেদমত ও দ্বীনি শিক্ষা প্রসারে এ ধরনের আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। রাতের অধিবেশনে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আবু তাহের খান আবুল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ন আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ, এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, চান মিয়া বেপারী, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি আশরাফ খান সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও মোয়াজ্জেমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে হিযফুল কুরআন ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝেও উৎসাহব্যঞ্জক পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “দীর্ঘ ১৭ বছর বাউনিয়া এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল। সে সময় এ ধরনের দ্বীনি ওয়াজ মাহফিল ও কুরআনভিত্তিক অনুষ্ঠান করার সুযোগ ছিল না। জালেম সরকার বিতাড়িত হওয়ার পর আজ আমরা মুক্ত পরিবেশে এ ধরনের পবিত্র আয়োজন করতে পারছি।” তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম-ওলামা, মোয়াজ্জেম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। মোয়াজ্জিন ও দ্বীনি শিক্ষকদের পাশে বিএনপি পরিবার সবসময় থাকবে এবং যেকোনো সময় সার্বিক সহযোগিতা প্রদান করবে।” সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.