বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেরসা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় কয়েকটি মাছের ঘরে লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা জানায়, খুলনা জেলার পাইকগাছা থানার জায়গা হওয়া সত্ত্বেও বিএনপির নাম ভাঙিয়ে নুর ইসলাম দ্বারার নেতৃত্বে বালিয়া এলাকার মৃত আনসারের ছেলে রুহুল আমিন গাজী,
মৃত মনি গাজীর ছেলে আনিছুর, আসাদুলের ছেলে মনি ও তাদের লোকজন কয়েকটি ঘেরের অবৈধভাবে মাছ মেরে নেয় এবং ঘেরের বাসা লুটপাট ও ভাঙচুর করে ঘের কেটে দেয়। এতে কয়েক লক্ষ টাকার মাছ নদীতে চলে যায় ।
ভুক্তভোগী শেখ আলমগীর বলেন, আমি কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না , অথচ নুর ইসলাম দ্বারা ও তার লোকজন আমার মাছের ঘের কেটে দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ লুটপাট করেছে। আমি বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানায়।
ভুক্তভোগী মীর তুহিন বলেন, আমি একজন হতদরিদ্র, আমার নিজের বসবাস করার জায়গাটুকু পর্যন্ত নাই। এই ঘেরটি আমার সম্বল ছিল। আমার সব শেষ হয়ে গেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে বিএনপি নেতা শেখ জাকির হোসেন বলেন, আমি নিজে ঘেরে গিয়ে দেখি ঘের গুলি, করে বা কারা কেটে দিয়েছে ও ভাঙচুর করেছে। তিনি আরো বলেন এটা আমাদের এলাকার কোন বিএনপি নেতাকর্মী জানেনা বা করে নাই।
আরও পড়ুনঃ মধুপুরে এড. মোহাম্মদ আলীর কর্মী সভা অনুষ্ঠিত
যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, নুর ইসলাম দ্বারা জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের পর থেকে এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে । এলাকাবাসী জানাই তিনি বিএনপির কোন পদে আছে কিনা আমরা জানিনা ।
তিনি আওয়ামীলীগের সময় আওয়ামীলীগের সাথে বিএনপির সময় বিএনপির সাথে থাকেন। এ বিষয়ে পাইকগাছা ও তালা থানার বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি কিছুই জানেন না বলে জানান। বিএনপি নেতৃবৃন্দরা এ সময় বলেন অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। এ বিষয়ে নুর ইসলাম দারার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি বিষয়টি দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.