রবিউল ইসলাম ধুলিহর ব্রহ্মরাজপুর ফিংড়ি প্রতিনিধিঃ
রবিউল ইসলাম-তারুণ্যের উৎসব জুলাই উপলক্ষ্যে সাতক্ষীরায় মাটির সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সুষম সার ব্যবহার গুরুত্ব বিষয়ক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাতক্ষীরা আঞ্চলিক অফিসের আয়োজনে শুক্রবার দুপুরে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. হারুনুর রশীদ,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,
আরও পড়ুনঃ সাতক্ষীরার মাহামুদপুর থেকে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে বিজিবি
মামুনুর রহমান, ঢাকা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন,গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি.এম মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।প্রধান অতিথি ড. বেগম সামিয়া সুলতানা বলেন, “মাটি হলো আমাদের কৃষির মূল ভিত্তি। মাটির স্বাস্থ্য ঠিক না থাকলে কৃষি উৎপাদনও টেকসই হয় না। সেজন্য আমাদের সকলকে মাটির সুরক্ষায় আরও সচেতন হতে হবে।
সুষম সার ব্যবহার জৈব উপাদানের চর্চা ও নিয়মিত মাটির নমুনা পরীক্ষা এখন সময়ের দাবি। কৃষক ভাইদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। আমরা যদি মাটিকে ভালোবাসি মাটিও আমাদের ফলন দিয়ে তার প্রতিদান দেবে। তারুণ্যের উৎসবের এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যেও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে সুষম সার ব্যবহারের গুরুত্ব, মাটির নমুনা পরীক্ষার উপকারিতা ও পরিবেশবান্ধব কৃষি চর্চা বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়। পরে কৃষকদের প্রশ্নোত্তর পর্বে তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তাৎক্ষণিক সমাধান পাওয়ার আশ্বাস দেন। সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কৃষকরা অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.