বিশেষ প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে চলমান আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে তথাকথিত মিথ্যা মামলায় অব্যাহতি পেল বিএনপির মুখপত্র দৈনিক দিনকাল পত্রিকা অফিস। আজ বুধবার (১৯ জুন) ঢাকার তৃতীয় লেবার আদালত থেকে মামলাটি খারিজ ঘোষণা করা হয়।
দৈনিক দিনকাল পত্রিকার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক প্রভাবপ্রসূত ও হয়রানিমূলক ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এ মামলার মূল লক্ষ্য ছিল পত্রিকার স্বাধীন ভূমিকা ও সাংবাদিকতা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
আরও পড়ুনঃ ভূয়া মুক্তি যোদ্ধার কাগজ দিয়ে চাকরিতে এসে ভূয়াদের মতই আচরন করছেন কৃষি কর্মকর্তা মিশু
এ মামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশিষ্ট আইনজীবী ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, মেহেন্দিগঞ্জের কৃতিসন্তান এডভোকেট এম হেলাল উদ্দিন। তাঁর নেতৃত্বে আইনজীবী টিমে ছিলেন—
এডভোকেট খন্দকার ইকবাল হোসেন, এডভোকেট মাহমুদউল্লাহ জুয়েল, এডভোকেট সেলিনা আক্তার, রায়ের প্রতিক্রিয়ায় এডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, ন্যায়ের জয় অবশ্যম্ভাবী। আজকের এই রায় প্রমাণ করে, সত্যকে কখনোই দাবিয়ে রাখা যায় না।
বিলম্বে হলেও দৈনিক দিনকাল পত্রিকা অফিস ন্যায়বিচার পেয়েছে। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও জানান, শুধু দিনকাল নয়—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-সহ দলের অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলা আইনি প্রক্রিয়ায় প্রতিহত করে আসছেন তাঁরা।
এ রায়ের মধ্য দিয়ে সাংবাদিক সমাজ এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষের শক্তিগুলো নতুন করে সাহস ও প্রেরণা পাবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক দিনকাল পত্রিকা পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবে—এটাই তাদের প্রতিশ্রুতি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.