হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তার পুএ এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তার বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তার জন্য ‘সহজ’ হবে।
ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার শনিবার (২৮ জুন) তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।
সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? ...আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক। উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’
ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও ৪১ বছর বয়সী এরিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। পারিবারিক ব্যবসায় বরং ঝোঁক তার।
আরও পড়ুনঃ ট্রাম্পের ওপর বিরক্ত মাস্ক, দিলেন নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি
তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এরিকের কথোপকথনে মনে হয়েছে, ২০১৭ সালে তার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবরাখবর তিনি রাখতেন।
সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ডে আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি, এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম।’
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে।
সেই হিসেবে ২০২৪ সালেই কি ব্যালট পেপারে ট্রাম্প পরিবারের শেষ উপস্থিতি ছিল—এ প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না। সময়ই তা বলে দেবে।’
কিন্তুু নেটিজেনদের ধারণা তাদের পরিবারের কেউই আর প্রেসিডেন্ট হতে পারবেন না । সাধারণ মানুষ প্রেসিডেন্ট এর কার্যা কর্মে ধারুনভাব্ বিরক্ত ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.