মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
গত ১২ জুন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় ০২ টি পরিবারের চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফেসবুক পেজ “আমাদের জয়পুরহাট”-এ প্রকাশিত একটি পোস্টে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—ফাতেমা বেগম (৫৫), আব্দুল মামুদ (৩০), হামিদুল ইসলাম (৪৮) এবং মোছাঃ শিল্পি (৪৫)। অভিযোগ রয়েছে, আহতদের পরিবারকে মামলা না করার জন্য চাকরির প্রলোভন দেখানো হচ্ছে এবং বেআইনীভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।
এই সংক্রান্ত পোস্টটি ৮ জুলাই ২০২৫ তারিখে বেলা ৪টা ৪৫ মিনিটে জয়পুরহাট আমলী আদালতের দৃষ্টিগোচর হলে আদালত বিষয়টিকে The Code of Criminal Procedure, 1898-এর ১৯০(১)(সি) ধারায় আমলে নিয়ে নিজ থেকেই মামলাটি রুজু করেন।
আদালতের আদেশে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, সাক্ষীদের পরিচয় এবং ঘটনার সময় উল্লেখিত পোস্টে স্পষ্টভাবে না থাকায় ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আদালত জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে একজন পুলিশ পরিদর্শকের নিম্ন নয় এমন পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী ২৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুনঃ আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন
এছাড়াও, ফেসবুক পোস্টের স্ক্রিনশটসহ আদেশের অনুলিপি ওসির কার্যালয়ে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.