মোঃ শাহাদৎ হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার:
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের স্বৈরাশাসনের অবসান ঘটে। এ ছাড়াও বাংলাদেশ স্বৈরাশাসনের কবল থেকে মুক্তি পায়। শেখ হাসিনার অনুগত আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, সশস্ত্র ক্যাডারদের হামলার জুলাই অভ্যুত্থানের অসখ্য মানুষ নিহত ও আহত হন।
বাংলাদেশের জনগনের জন্য বিজয়ের দিন তেমনি মর্মান্তিক দিন হিসাবেও পরিগণিত। পিলখানা ট্র্যাজেডি, খালেদা জিয়ার কারাবরণ, সীমান্তে কাটাতারে ফেলানীর লাশঝুলানো, শাপলা চত্তরে গণহত্যা, রাতের ভোট দিনে ঘোষনা, সাগর রুনি হত্যাকান্ড, বিরোধী নেতা কর্মিদের গ্রেফতার ও সাংবাদিকদের স্বানীতা খর্ব।
আজকের দিনে শুধু গণভবন নয় শেখ হাসিনা দেশত্যাগ করার পর অসংৎ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যারয় ও জাতীয় সংসদেো প্রবেশ করে। দুপুর থেকে সন্ধা পর্যন্ত শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, সংবাদিক ও শ্রমজীবী মানুষ সবই রাজপথে নেমে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের পতন উদযাপন করেন। বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতে সারাদেশের দেয়ালে দেয়ালে আঁকা গ্র্যাফিতি।
আবু সাঈদের মায়ের আহাজারি হামার বেটাক মারলি কেনো? মুগ্ধর এই পানি লাগবে পানি, রক্তাক্ত জুলাই দেশটা কারও বাপের না! ৫২ দেখোনি ২৪ দেখিছি, সম্পদের হিসাব পরে লাশের হিসাব আগে, দিনে নাটক রাতে আটক, পুলিশি হত্যার বিচার চায় বাংলার মানুষ। এমন নানা গ্রাফিতিতে ভরে ওঠে দেয়াল।
বগুড়া শেরপুর উপজেলা বিএনপি আজ মঙ্গলবার বাসষ্ট্যান্ড চত্তর থেকে শুরু হয় বিজয় মিছিল। মিছিলে ১০ ইউনিয়ন থেকে ব্যানার নিয়ে আসা নেতা কর্মি, সমর্থক ও সাদারণ মানুষ অংশ গ্রহন করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে বক্তব্য রাখেন, বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলু সাধারণ ও বগুড়া শেরপুর ধনুটে বার বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক আলহাজ্ব গোলাম
আরও পড়ুনঃ ধানের শীষ প্রতীক যে পাবে আমরা থাকবো তার সাথে : আব্দুল মান্নান
মোহাম্মদ সিরাজ ও তার একমাত্র ছেলে আসিফ রব্বানী সাধারণ সম্পাদক মিন্টু সহ সভাপতি মোঃ হামিদুল হক সরকার বেলাল, যুবদলের সাহসী নির্ভীক সৈনিক মোঃ আসাফুদ্দদৌলা মামুন,সীমা বাড়ী ইউনিয়নে বিএনপি সাবেক সভাপতি মোঃ আফতাব হোসেন তালুকদার, সীমা বাড়ী ইউনিয়নে বিএনপি সাবেক সাধারণ সম্পাদক লতিফ খান , প্রমুখ ।
বগুড়া শেরপুর উপজেলা বিএনপি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী নেতাকর্মীদের উদ্দেশ্যে দৃপ্ত কণ্ঠে আহ্বান জানান।
“গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকুন। এদেশের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিতে
আমরা সবাই মিলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”
আজকের এণই বিজয় মিছিল শুধু একটি কর্মসূচি নয়, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক!
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.