হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
গত শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, (জীবন) জামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক এর সদস্যরা এ আর রহমান মসজিদের সামনে দাঁড়িয়ে নিউ ইয়র্ক মেয়র পদপ্রার্থী যোহরান মামদানি’র প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।
সেদিন জীবনের সভাপতি কারাম চৌধুরী , বোর্ড সদস্য, প্রতিষ্ঠাতা এবং সাধারণ সদস্যদের মধ্যে সরদার আল মামুন,মেহেদী মামুন, হক, ইসলাম, মাকিজ, রাসিক, ফারুকী, তৌফিক, আহসান, শেখ আমিন,আব্দুল্লাহ , আব্বাস সহ আরো অনেকে — স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে প্রচারপত্র বিলি করেন এবং ভোটার নিবন্ধনে সহযোগিতা করেন।খবর আইবিএননিউজ।
জিবনের এই উদ্যোগ নতুন নয়। গত মাস থেকে তারা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে এ ধরনের প্রচারণা চালিয়ে আসছেন এবং আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাপসনিউজকে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ জামিয়া ক্বাসিমিয়া মোহনগঞ্জের সভাপতি নির্বাচিত হলেন সাবেক মেয়র মাহবুবুন্নবী শেখ
শুধু প্রচারপত্র বিতরণই নয়, ভোটারদের সচেতন ও ক্ষমতায়িত করতে জীবন বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে তারা নিউ ইয়র্ক সিটির প্রবীণ ভোটারদের জন্য বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছে, যাতে বাসা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। এর ফলে বয়স্ক ও চলাফেরায় সীমাবদ্ধ নাগরিকদেরও ভোট প্রদানের পূর্ণ সুযোগ নিশ্চিত করা হবে।
এ আর রহমান মসজিদের সামনে শুক্রবারের এই উদ্যোগ প্রমাণ করেছে যে, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় কমিউনিটি সংগঠনগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জিবনের সভাপতি কারাম চৌধুরী বলেন, “এই ধরনের কার্যক্রম আমাদের ঐক্যবদ্ধ করে, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করে এবং ভবিষ্যৎ গঠনে আমাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তোলে।”
আগামী নির্বাচন পর্যন্ত প্রতি সপ্তাহে এই প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকারের মাধ্যমে জীবন আবারও প্রমাণ করেছে যে, তারা কেবল কমিউনিটির পাশে নয়, বরং গণতন্ত্রের শক্তিশালী ভিত গড়ে তোলার অংশীদার।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.