চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে নুরুল হক (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসভার মাঝেরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নুরুল হক ওই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নুরুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা ও সড়কসংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী চাচাতো ভাই ফজলুল হক ও সিরাজুল হকের পরিবারের সঙ্গে। আজ দুপুর ১২টার দিকে নুরুল হক ওই বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নুরুল হকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কপালে গভীর রক্তাক্ত জখম ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহত ব্যক্তির মেয়ে হোসনে আরা বেগম বলেন, ‘প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের জায়গা জোর করে দখল করে ছিল। আজ জুমার নামাজে যাওয়ার সময় আমার বাবা বিষয়টি জানতে চাইলে তাঁকে লোহার রড দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে আমি ও আমার দুই ভাই কামাল উদ্দিন (৩৪) ও জামাল উদ্দিন (৩৮), দাদি জুলেখা বেগমসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে আমাদেরও মারধর করা হয়।’
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ জায়গাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে নুরুল হককে লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
শফিক উল্লাহ আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.