মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর তুলসীঘাট এলাকায় জালিয়াতির মাধ্যমে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আলহাজ্ব মোঃ মাসুদার রহমান সাইদুল।
সোমবার ৩টা নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করলেন, তিনি লিখিত বক্তব্যে জানান, তার পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিক্রয় দেখিয়ে একটি চক্র প্রতারণা করেছে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে।
তিনি আরো জানান, শরিফুজ্জামান ১৯৯৩ সালের ২০ ফেব্রুয়ারি (দলিল নং ১০৯৮/৯৩) মোছাঃ নাছিমাজ্জান বেওয়ার নিকট ৬ শতক জমি বিক্রি করেন। পরবর্তীতে মোছাঃ নাছিমাজ্জান বেওয়ার ও তার দুই কন্যা সন্তান, ২০১৭ সালের ২৮ নভেম্বর (দলিল নং ৯৭১৪/১৭) উক্ত জমির মধ্যে ৪ শতক সিরাজুল ইসলাম ও বুলবুলি বেগমের কাছে বিক্রি করে যথাযথ খারিজ সম্পন্ন করেন।
কিন্তু পরবর্তীতে একই ব্যক্তি ও তার দুই কন্যা সন্তান, মিলে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি (দলিল নং ৩৬২৭/২৩) একই জমি ১৬ শতক দেখিয়ে মোঃ মাজেদ সরকার নামের ব্যক্তির কাছে বিক্রি করেন। দলিলে মৃত দেখানো হয় নাছিমাজ্জান বেওয়াকে, অথচ তিনি বর্তমানে জীবিত,এমন প্রমাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেটেও পাওয়া গেছে।
মাসুদার রহমান অভিযোগ করেন, জালিয়াতির মাধ্যমে একাধিক দলিল তৈরি করে জমি বিক্রয় দেখিয়ে আমার পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছে চক্রটি। আমি আদালতে রেকর্ড সংশোধনের মামলা (নম্বর- ১০৬/২০২৩) করেছি, কিন্তু বিবাদীপক্ষ আদালতে জাল দলিল উপস্থাপন করে সময় নিয়েছে।
তিনি আরও জানান, আমার হৃদরোগ আছে, হার্টে পাঁচটি ব্লক ও দুটি রিং পড়ানো। তারা আমাকে মানসিকভাবে চাপ দিয়ে হত্যার পায়তারা করছে।
অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য অভিযোগ করেন, উক্ত চক্রটি আমার দুই ছেলে। যারা সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে চাকরিরত। তাদের বিরুদ্ধেও মিথ্যা চাঁদাবাজির মামলা (সি.আর-১২৪২/২০২৫) দায়ের করেছে।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.