মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
ভাটিবাংলার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ক্বাসিমিয়া মাদরাসা মোহনগঞ্জ, নেত্রকোণার উপদেষ্টা ও পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা আজ ২০ সেপ্টেম্বর মোহনগঞ্জ বড়মসজিদে অনুষ্ঠিত হয়।

বিদায়ী কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান (মাস্টার) এর অসুস্থতা জনিত কারণে উপস্থিত হতে পারেননি। ফলে উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে জনাব সেলিম কার্নায়েন কে হাউজের সভাপতি নিযুক্ত করা হয়। পরে ৭ সদস্যের জুরিবোর্ড করা হয়। সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য কার্যকরী কমিটির সভাপতি করা হয় সাবেক মেয়র জনাব মাহবুবুন্নবী শেখ কে।
উপস্থাপনায় ছিলেন জামিয়ার সুযোগ্য মুহতামিম (পদাধিকার বলে সাধারণ সম্পাদক) মাওলানা মাহমুদুল হাসান।
আরও পড়ুনঃ ফুলপুরে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা প্রফেসর একেএম আমিনুল হককে আগামী নির্বাচনে মনোনয়নের আহ্বান
বৈঠকে উপস্থিত ছিলেন জনাব এস এম এ ফেরদৌস, প্রফেসর আলতাব হোসেন, কাজী মোফাজ্জল হোসেন সবুজ, মনজুরুল হোসেন খান, হাজী আব্দুল ওয়াদুদ দুদু মিয়া, খায়রুল ইসলাম, সোহেল চৌধুরী, গোলাম রব্বানী, সিরাজ উদ্দীন তালুকদার, ডা: নুরুল ইসলাম ভুয়া, মোনায়েম হোসেন ঠাকুর, শাহ আলম চৌধুরী, হাফেজ আবুল বাশার, রফিক আহমাদ রাসেন, সেলিম মিয়া, জাকারিয়া তুষার, মাওলানা নুরুল ইসলোাম, মাওলানা নুরুল ইসলাম, জমির হোসেন পল্টন, রিপন মিয়া, সোহেল মিয়া, মাওলানা রুহুল আমীন নগরী, মো: হিরা মিয়া, হা: আফজাল হোসেন, হা: মোস্তাকিম, নুরুল হক মাসুম, আ.খ ম শফিকুল হক, কামাল উদ্দীন ভুইয়া, হাজী তৌহিদুল হক,
সোহেল রানা, আ: কুদ্দুস, এমরুল তালুকদার,রাসেল পাঠান, হাফেজ কারী মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান হাবীব, কাজী মুহসিন উদ্দীন, শফিকুল আলম, সৈয়দ মাইনুল হোসেন সজিব, হাজী গোলাপ মিয়া, হা: নাজিম উদ্দীন, লুৎফুর রহমান, টিপু সুলতান, কামাল মিয়া, হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, মাহবুবুন্নবী শেখ, গোলাম এরশাদুর রহমান, হাজী সোলায়মান, আক্তার হোসেন, হা: ইউসুফ, ইয়াসিন মিয়া, অবুজ মিয়া, আলহাজ্ব শাহজাহান।
উল্লেখ্য যে, ১৯৩৮ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে হিফযুল কুরআন, দাওরায়ে হাদীস এবং ইফতা ক্লাস চালু করা হয়। ২০১৫ সালে মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে মুহতামিমের দায়িত্ব দেয়ার পরে ২০১৯ সালে দাওরায়ে হাদীস চালু করেন। এর পরে আইনশাস্ত্র ইফতা চালু করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.