মকবুল হোসেন, সিনিয়র নিউজ রিপোটারঃ
ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত পরামর্শক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউএনডিপি এর আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সভায় সভাপতিত্ব করেন।
বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। দেশের মানুষ প্রায়শই অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে দুর্যোগঝুঁকি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন গুরুত্বপূর্ণ। তার এই ধারাবাহিকতায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ প্রণয়নে পরামর্শ ও করণীয় বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম, চলাকালীন এবং পরবর্তীতে কি কি কার্যকর পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
প্রধান অতিথি বলেন, আমরা দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই ধরনের কর্মশালা ও সভার আয়োজন করছি। যাতে করে আমরা অঞ্চলভিত্তিক দুর্যোগের ধারণা এবং দুর্যোগে আগাম,চলাকালীন ও পরবর্তীতে করণীয় সম্পর্কে ধারণা পেতে পারি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ও ত্রাণ মন্ত্রণালয় সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংগঠন থেকে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ে তথ্য ও উপাত্ত নেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমরা আমাদের কাজটি আরো সঠিকভাবে করতে পারি।
আরও পড়ুনঃ ব্রাক্ষণবাড়ীয়া নাসিরনগরে দুই স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সভার সভাপতি বলেন, আমরা এই কর্মশালার মাধ্যমে দুর্যোগ চলাকালীন ও পরবর্তীতে করণীয় বিভিন্ন দিকনির্দেশনা ও ধারণা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ যারা উপস্থিত রয়েছেন তারা এ বিষয়ে অনেক দিকনির্দেশনা ও ধারণা পেতে সক্ষম হয়েছেন। যা আপনাদের দুর্যোগ চলাকালীন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ , এনজিও কর্মীসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.