বান্দরবান জেলা প্রতিনিধিঃ
ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রকল্প,যা ব্র্যাক হেলথ প্রোগ্রামের অধীনে পরিচালিত হচ্ছে, বান্দরবান জেলার সদর উপজেলা স্বাস্থ্য মিলনায়তনে ২৩সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায়একটি কর্মশালা আয়োজন করে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি হেলথ রেসপন্সার নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি,সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মান্না দে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ভানু মারমা, আবাসিক মেডিকেল অফিসার ডা: তাহমিনা করিম রুপা,বান্দরবান ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো: ইফতেখার উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের SMO ডা: শাহরিয়ার তানবির,RMO BRAC সারওয়ার হোসেন,SPO BRAC মো:শামসুর রহমান,সাংবাদিক মুহাম্মদ আলী। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার মোজাহিদুল হক চৌধুরী।
ব্র্যাক জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে ইমার্জেন্সি হেল্থ রেসপন্সার (জরুরি স্বাস্থ্য প্রতিক্রিয়া) গ্রুপ গঠন এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন
এই কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবা জোরদার করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া প্রদানে সক্ষম কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করা হয়।
সবশেষে কর্মশালায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন বিষয় চিহ্নিত করে সেসবের জন্য পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নোট করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 dainikbanglarsangbad.com. All rights reserved.