চট্টগ্রাম প্রতিনিধিঃ
ইংল্যান্ডে বসবাসরত চট্টগ্রামবাসীর পরিবার ও কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে প্রকৃতির মাঝে আনন্দ-উল্লাস, খাওয়া-দাওয়া ও মিলেমিশে সময় কাটানোর একটি উৎসবমুখর পিকনিক আয়োজন করে গ্লোবাল চাটগাঁ সোসাইটি (জিসিএস)।
মিল্টন কেইনস শহরের জনপ্রিয় পর্যটন স্পট ‘‘উইলেন লেক’’ এ পিকনিক অনুষ্ঠিত হয়।
১৬ আগস্ট শনিবার লুনা তানজিনার সঞ্চলনায় পিকনিক অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি চেয়ারম্যান এবং বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী ও কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি২৪ বাংলা এর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান, জিসিএ কনভেনিং কমিটির সদস্য কুতুবুল আলম , বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ জাকারিয়া শহীদ, এন. এ চৌধুরী টিংকু সহ প্রমূখ।
পিকনিকে আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি হাসান আনোয়ার।
এসময় গ্লোবাল চাঁটগা সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের গ্লোবাল চাঁটগা সোসাইটি সেক্রেটারি ওমর ফারুক বাপ্পি, রাজ্জাকুল হায়দার বাপ্পি, ট্রেজারার মোঃ এরশাদ মালিক, ইন্জিনিয়ার সৈয়দ আহমেদ, শেখ নেজাম উদ্দিন, জিয়া হাসান , আবু সাজ্জাদ, ব্যারিস্টার ওমর ফারুক, ছাপিনা ইয়াছমিন, সাহেদ মালেক, আনিসা কাইছার প্রমূখ ।
এসময় বক্তরা বলেন, নতুন প্রজন্মের সাথে পথচলা
যুক্তরাজ্যে বসবাসরত চট্রগ্রামবাসীর মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে গ্লোবাল চাঁটগা সোসাইটি ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির যাত্রা। এই সংগঠনের লক্ষ্য হচ্ছে ইউকে বসবাসরত চট্টগ্রামবাসী সন্তানদের একটি দৃঢ় সম্পর্ক সংযোগ এবং বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলা।
বার্ষিক পিকনিক ২০২৫ উপলক্ষ্যে গ্লোবাল চাঁটগা সোসাইটি ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে বিভিন্ন আয়োজন ছিলো মনোমুগ্ধকর।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.