এম বাদল খন্দকার (জেলা প্রতিনিধি) ব্রাক্ষণবাড়ীয়াঃ
ব্রাক্ষণবাড়ীয়া জেলা সরাইল উপজেলা কালিকচ্ছ বাজার ব্যবসারী মোস্তফা কামাল (৫৫) ছিনতাইকারীদের হামলা নিহত হয়েছে। (২৯ জুলাই) রাত সাড়ে ১১টায় দিকে উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা মহুরম আব্দুল মুমিনের ছেলে। মরহুমের দাদার বাড়ী চাঁদপুর।
কমসূএে কালিকচ্ছ এলাকায় বসতি গড়েন তার পিতা।ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ বাজারে মুদির দোকান ছিল। স্হানীয় লোক জন এর সূএে জানা যায়,প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ী ফিরছিল মোস্তফা কামাল। নন্দীপাড়া যাওয়া মাএ ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার গতি রোধ করে।
আরও পড়ুনঃ সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই
তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাতায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখে সাথে থাকা মালপএ ও নগদ টাকা - পয়সা লুটে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাক্ষণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল আগেও একাধিকবার ছিনতাইকারী কবলে পড়েছে।পরিবার টি নিরাপত্তার নিয়ে দীর্ঘ দিন ধরে উদ্বিগ্ন ছিল। নম্র ভদ্র বিনয়ী ছিল মোস্তফা কামাল মোস্তফা কামাল কে যারা রাতের আঁধারে এইভাবে হত্যা করল, এলাকায় বাসী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জোড় দাবী জানান।
এলাকায় বাসী এই শান্তি প্রিয় কালিকচ্ছে মাদক সহ নানা অপরাধে জড়িত দের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান। এলাকায় বাসীর দাবী মাদকের সেবককারীরা মাদকের টাকা যোগাড় করতে না পেড়ে এই এলাকায় চুরি, ছিনতাই, নানা অপরাধ বাড়ছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি)মোরশেদূল আলম জানান, এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.