চট্টগ্রাম থেকে :
চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আজ ১৮ আগস্ট সোমবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, হযরত মাওলানা হাফিজুল হক নেজামী ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বাদে আসর থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা জমিল উদ্দিন।
আলোচনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম, মাওলানা আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহ, আলহাজ্ব ডা: মাহুমুদুর রহমান, কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী।
এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক আলহাজ্ব মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, ইদ্রিস মিনহাজ, এম মাহাবুবুল হক, সায়ফুদ্দিন মোহাম্মদ তারেক।
আরও পড়ুনঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয় কাহারোল উপজেলায়
মাহফিলে কুরাআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী জালাল উদ্দিন মুনিরী,হাফেজ কবির আহমদ, হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ। না’তে রাসুল (সঃ) পরিবেশন করেন মাওলানা আব্দুল হাফিজ ফারুকী, আব্দুশ শুকুর, মাওলানা জহির উদ্দীন, জামাল উদ্দীন প্রমূখ।
শাহ্ সাহেব কেবলা (রহ.) স্মরণে শের পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ইমাদুদ্দিন সা’দ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। হযরত মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন এর মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.