সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়নগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোডে প্রকাশ্যে কোমল মিনিবাস অবৈধ ভাবে পার্কিং করে যাচ্ছে। প্রশাসনের তৎপরতা না থাকায় চিটাগাংরোডে বিভিন্ন পরিবহন অবৈধ পার্কিং করছে। এসব গাড়ী তেমন একটা বৈধ কাগজপত্র নাই বলে জানা যায়। এসব গাড়ী পার্কিংয়ের কারনে সাধারন পথচারীদের চলাচলের ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। জানা যায়, দীর্ঘদিন যাবৎ কোমল মিনিবাস সহ বিভিন্ন পরিবহন চিটাগাংরোড মহাসড়কটি অবৈধ ভাবে দখল করে পার্কিং করছে। কিছু অসাধু পরিবহনের নামধারী নেতার শেল্টারে এসব অবৈধ পার্কিং দেওয়া হচ্ছে, বিনিময়ে পরিবহন থেকে ঐসব নামধারী পরিবহন নেতা মাসে মাসে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সরেজমিনে চিটাগাংরোড গিয়ে দেখা যায় কোমল মিনিবাস সহ বিভিন্ন যানবাহন অবৈধ ভাবে পার্কিং করে যাত্রী উঠা নামা করচ্ছে। এতে সাধারন পথচারীদের চলাফেরার ভোগান্তি শিকার হতে হচ্ছে। কোমল মিনিবাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সাথে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি। না প্রকাশ না করা শর্তে কয়েকজন ব্যাক্তি জানান, কোমল মিনিবাস সহ এসব পরিবহনের কোন ধরনের কাগজপত্র নাই। নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তার পাশে কোমল মিনিবাস অবৈধ ভাবে পার্কিং করে যাচ্ছে। এসব অবৈধ গাড়ী পার্কিয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন প্রশাসন এমনটাই প্রত্যাশা সাধারন পথচারীদের। পথচারীরা বলেন, চিটাগাংরোডে মহাসড়কের পাশে কোমল মিনিবাস অবৈধ ভাবে পার্কিং করার কারনে সাধারন মানুষের হয়রানির সহ প্রতিনিয়ত দুর্ঘনার শিকার হচ্ছে। পার্কিং এর জন্য নারীরা রাস্তায় সহজ ভাবে চলাচল করতে পারেনা। চলাচলের জন্য অল্প জায়গা হওয়ার কারনে পুরুষের সাথে ধাক্কা লাগে এতে নারীরা অস্বস্তি বোধ করেন। অনুসন্ধান চলছে এসব অবৈধ গাড়ী পার্কিয়ের শেল্টারদাতাদের নাম উন্মচন করে আরো সংবাদ প্রকাশ করা হবে। চিটাগাংরোডের ট্রাফিক পুলিশ বলেন, মহাসড়কের পাশে কোন ধরনের যানবাহন অবৈধ ভাবে পার্কিং করতে দেওয়া হবে না। অবৈধ ভাবে পার্কিং করলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.