মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা-মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও মেয়ে দুই নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (০২ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলার বাবুপুর চ্যালকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই নারী হলেন, একই এলাকার সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুন।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে খুন হন কালু বাঘ নামের এক ব্যক্তি। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
এরই জের ধরে একই গ্রামের তাজিবুল হকের ছেলে পারভেজের নেতৃত্বে , মোঃ গাভু, পিতা জাব্বার, আবদুর রহমান, পিতা মোঃ আনারুল, আনারুলের স্ত্রী বেদানা ,হেরাশের স্ত্রী কমেলা বেগম, তাজিবুল হাজির স্ত্রী মোসাঃ ছবি, ও কালু বাঘের দুই মেয়ে, সহ ১৫-২০ জনের একটি দল এই হামলা ও বাড়ি ভাংচুর করে।
আরও পড়ুনঃনয়ারহাট কোহিনুরগেট স্টার্লিং গার্মেন্টসের সামনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত আহত দুইজন।
এসময় বাড়ির মধ্যে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাট করে তারা। বাড়ির বিভিন্ন অংশ ও আসবাবপত্রে ভাংচুর চালানো হয়। এসময় বাধা দিতে গেলে সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুনকে মারধর করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। এর আগে দুই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারীরা৷
ভুক্তভোগী চিকিৎসাধীন নারী সায়েরা বেগম বলেন, ইদের আগে স্থানীয় দুইটি পক্ষের বিরোধে একজনের প্রাণ যায়। এনিয়ে আমরা বা আমাদের পরিবারের কোন সম্পৃক্ততা নেই। কিন্তু হঠাৎ করেই বাড়িতে হামলা ও ভাংচুর, লুটপাট করেছে সন্ত্রাসী বাহিনী৷ মানা করতে গেলে আমাদের উপরেও হামলা করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এনিয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.