ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চাঁদাবাজি ও হামলার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (১৬ জুন ২০২৫) সংগঠনের নেতারা জেলা প্রশাসক মুফিদুল আলমের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্বাস্থ্যসেবা খাতে ভয়াবহ প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে আগামীকাল (মঙ্গলবার) মানববন্ধন এবং পরবর্তী সময়ে সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় ক্লিনিকের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে গুরুতর জখম করা হয়।
ঘটনার পর রোববার স্বদেশ হাসপাতালের কনফারেন্স রুমে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম। বক্তারা অভিযোগ করেন, একের পর এক চাঁদাবাজির ঘটনায় স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে মত দেন তারা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.