জিয়াউর রহমান জিয়া রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের চর রাজিবপুরের আজগর দেওয়ানী পাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ আজিজুল হক এবং তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। আজিজুল হকের অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে তার পৈত্রিক জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। গত পাঁচ বছর আগে তিনি তার পুকুর সংলগ্ন ০.৭৫ শতাংশ জমি ক্রয় করেন।

ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে। অভিযোগে বলা হয়েছে, বিবাদী হিসেবে ওসিউজ্জামান, শফিকুল ইসলাম, বদিউজ্জামান, রুবেনসহ উল্লেখিত দশজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে লাঠি, ফালা, দা, সাবল এবং হলংগা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে তার পুকুরের নেট বেড়া ভেঙে আজিজুল হকের উপর আক্রমণ চালায়। হামলার সময় আজিজুল হক ও তার ছেলে প্রতিবাদ করলে তারা পাথারী কিল, ঘুষি এবং হাতুড়ি দিয়ে আঘাত করে।
পরিবারের অন্যান্য সদস্যরা ডাক-চিৎকারে এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও আঘাত করে, যার ফলে সবাই শরীরে জখম হয় এবং কালো ফোলা দেখা দেয়। হামলার ভয়ে আজিজুল হকের ছেলে মোঃ জহুরুল ইসলাম বাড়ির ভেতরে ছুটে পালায়। হামলাকারীরা লাঠি ও ফালা নিয়ে বাড়ির চারপাশে ধাওয়া চালায় ও বাড়ি ভাংচুরের চেষ্টা করলে পরিবার পুলিশকে ফোন দিয়ে সাহায্য নেয় এবং তখন হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারীরা স্থান ত্যাগ করার সময় হুমকি দেয় যে, "সময় সুযোগমত তোদেরকে পিটিয়ে মারব।"
আরও পড়ুনঃ মধুপুরে ২ মাদক সেবিকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট
হামলার পর আজিজুল হক তার স্ত্রী ও ছেলেকে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে আহত দুইজন হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে আজিজুল হক থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি থানার কাছ থেকে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, আসলে আমাদের উপরই হামলা হয়েছে আমরা আত্মরক্ষার্থে লাঠি হাতে নিয়েছিলাম।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগপত্রের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.