মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার চোখের জলে তাদের শেষ বিদায় জানানো হয়। বেলা ১১টায় মাতামুহুরী ব্রিজের নিচে ঘটনাস্থলের পাশেই চারজনের জানাজা হয়েছে। এ সময় উপজেলার হাজার হাজার শোকার্ত মানুষ জানাজায় অংশ নেন। পরে তাদের মরদেহ নিজ নিজ এলাকার সামাজিক কবরস্থানে দাফন করা হয়। অপর ছাত্র তূর্ণ ভট্টাচার্যের লাশ সত্কারের জন্য নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যাওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকে দলে দলে শোকার্ত মানুষ জানাজায় অংশ নিতে মাতামুহুরীর চরে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে চারটি মরদেহ অ্যাম্বুলেন্সে আনা হয়। এসময় মানুষ মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। জানাজায় সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াছ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম, পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য, গত শনিবার ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে চকরিয়া গ্রামার স্কুলের সাঈদ জাওয়াদ অরভি (১৫), দুই ভাই আমিরুল হোসেন এমশাদ (১৫) ও ৮শ্রেণী পড়ুয়া আফতাব হোসেন মেহরাব (১২), ১০ম শ্রেণী পড়ুয়া তূর্ণ ভট্টাচার্য ও একই শ্রেণীর ফারহান বিন শওকত (১৫) নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার হয়। একইদিন রাত সাড়ে ১১টা ও রাত ১২টায় আরো দুটি মরদেহ উদ্ধার হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.