৷৷৷ ৷ গড়িব নতুন বিশ্ব৷।।
মো: হারুনুর রশিদ ভূঁইয়া
আমি কবি হতে চাই না, আমি কবিতার শিখা হতে চাই,
লেখক হতে চাই না, লিখনির ক্ষুর হতে চাই।
আমি বাণী হতে চাই না, অগ্নিসুর হতে চাই,
কথা বলতে চাই না, শুধু হুংকার দিতে চাই।
সততার লেবাসে ঢাকা কাপুরুষ আর তার যত শিষ্য,
মীরজাফরের আলোয় আলোকিত যে বিশ্ব,
সেই বিশ্বকে ছিঁড়ে-ফুঁড়ে তছনছ করতে চাই,
তার সোনার সিংহাসনে আগুন লাগাতে চাই।
জনতার রোষের আগুনে তারে ভস্ম করতে চাই,
যে জনতার ইচ্ছা-আকাঙ্ক্ষা দেয় জলাঞ্জলি,
লক্ষ জনতার রক্তের স্রোতরে যে পদদলি,
কে সেই কাপুরুষ, কে সেই হীনমনা কিংবদন্তি?
তার বুকে আমার শানিত তরবারি,
করব তাকে লক্ষ টুকরো ফালি ফালি।
তাকে মোমের কফিনে ভরে ফেলতে চাই,
সেই কফিনে আগুন দিয়ে তাকে পোড়াতে চাই।
আমার হিংস্র শীতল রক্ত গরম করতে চাই,
আলীর হাতের তলোয়ার নিয়ে হোলি খেলতে চাই,
ওমরের বুকের সাহস নিয়ে উড়ে যেতে চাই,
যত্তোসব মীরজাফর, দানব—সব খেয়ে ফেলতে চাই।
আমি বহুদিন ধরে রোজা, আমি ক্ষুধার্ত, নিশ্ব:,
খেয়ে ফেলব যত মীরজাফর, শয়তান আর তাদের শিষ্য।
ধরণীর বুক চিরে দুহাতে চালাব শাবল,
ক্ষতবিক্ষত করে সবাইকে করবো পাগল।
আরও পড়ুনঃ চিলমারীতে অপরাধ দমনে আকাশে ড্রোন পর্যবেক্ষণ
আবার নতুন করে লাগাবো ফসল,
তখন ধরণী হবে মীরজাফর-নিঃস্ব।
জন্ম নেবে নতুন সুজলা, সবুজ নয়নাভিরাম দৃশ্য,
ধ্বংসের পর নতুন করে গড়ব আমি বিশ্ব।
যে বিশ্বে থাকবে না কোনো মীরজাফর, কোনো মুনাফিক, কোনো বিভীষণ,
না থাকবে তাদের শিষ্য, তাদের ছায়ার বিচরন,
আবার জাগিয়ে তুলব নতুন শ্রী দিয়ে নতুন এক বিশ্ব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.