
প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডাকুয়া জহিরের নেতৃত্বে বিশাল আন্তর্জাতিক অ্যাওয়ার্ড - ২০২৬ আয়োজন
গ্রিসের এথেন্সে আগামী ১২, ১৩ ও ১৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরতে এই আয়োজন ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই বিশাল আয়োজনের মূল উদ্যোক্তা এবং নেতৃত্বদাতা হচ্ছেন ইউরোপের সুপরিচিত কমিউনিটি লিডার, মানবিক সংগঠন HARA-র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং এথেন্স চেম্বার অফ কমার্স ট্রেডসম্যান-এর ইমিগ্রেশন ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট ডাকুয়া জহির। তাঁর দীর্ঘদিনের পরিশ্রম, প্রবাসী কমিউনিটির প্রতি অসামান্য অবদান এবং আন্তর্জাতিক পরিচিতি এই অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। আয়োজকদের মতে, ডাকুয়া জহিরের নেতৃত্বেই এই অনুষ্ঠান আজ বিশ্বব্যাপী এত বড় পরিসরে বিস্তৃতি লাভ করেছে।
এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিদ্যুৎ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সম্মান, ঐক্য এবং মানবিক মূল্যবোধকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে ডাকুয়া জহির যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয় এবং অনুকরণীয়। তাঁর আমন্ত্রণকে বিদ্যুৎ চন্দ্র বর্মন আন্তর্জাতিক বাংলাদেশি সমাজের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠান এথেন্সের Acharnis Resort-এ অনুষ্ঠিত হবে। উদ্বোধন থেকে শুরু করে আবাসন, সাংস্কৃতিক সন্ধ্যা, গুরুজনের সংবর্ধনা, আন্তর্জাতিক অতিথিদের সম্মাননা এবং বনভোজন—সব আয়োজন একত্রে পরিচালিত হবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, আতিথেয়তা ও সার্বিক সেবায় থাকবে বিশেষ ব্যবস্থা।
এই আয়োজনের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের অবদান সম্মানিত করা, তাঁদের সংগ্রামের গল্প প্রবাস ও দেশের মানুষদের সামনে তুলে ধরা এবং বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতির মর্যাদা বৃদ্ধি করা। আয়োজক কমিটি জানায়, গুণীজনদের মনোনয়ন গ্রহণ চলছে এবং বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬ সফল করতে বিশ্বের সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রেসিডেন্ট ডাকুয়া জহির। তাঁর প্রত্যাশা, এই আয়োজন বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও গুণীজনদের নতুন মর্যাদায় তুলে ধরবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.