চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে ফেক আইডি খুলে সাংবাদিকদের ছবিসহ বিভিন্ন মান হানিকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ান।
এবং সেই আইডি বিভ্রান্ত মুলক পোস্টগুলো শেয়ার কমেন্ট, ও বিভিন্ন জনকে মেনশন সহ, ওই আইডির বিরুদ্ধে কেউ কমেন্ট করলে তাকে ফোন দিয়ে হুমকি দেন Monirul Islam ফেক আইডির অনুসারী। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এতে সাংবাদিকদের পেশাগত সততা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাদের মানহানি করার চেষ্টা করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুরের সাংবাদিকরা জানান, ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো শুধু সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করছে না, বরং সাধারণ মানুষের মাঝেও ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। তারা বলেন, সাংবাদিকতা একটি সৎ ও পেশাদারিত্বপূর্ণ পেশা। অথচ এ ধরনের পোস্টের মাধ্যমে পেশাজীবীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ জানান সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিনি পোস্টদাতা ও তার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
গোমস্তাপুরের সাংবাদিক সমাজ একযোগে বলেন, “পেশাগত সততা ও মান রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন প্রচার রোধ করা জরুরি। সাংবাদিকদের নামে বিভ্রান্তি ছড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এদিকে, মনগড়া এজাহার দেওয়াসহ ফেক আইডি ও তার অনুসারী মনিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
এ বিষয়ে গোমস্তাপুর অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদূদ আলম জানান একজন অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.