
মোঃ সাব্বির হোসেন।
(নিউজ ডেস্ক)
কাশিয়ানিতে খৃষ্টান পরিবারের উপর হামলার ১ নং আসামি কৃষি অফিসার পরিচয় দানকারী ভূমি দস্যু নিতাই চন্দ্র বিশ্বাস কারাগারে।
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
মি.নিতাই চন্দ্র বিশ্বাস
পিতা: মৃত অমুল্য কুমার বিশ্বাস, গ্রাম- ভাদুলিয়া, পোষ্ট-ঘোনাপাড়া
থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ, কাশিয়ানি উপজেলা কৃষি অফিসে স্প্রেয়ার ম্যাকানিক হিসেবে কর্মরত।
তিনি বিভিন্ন সময়ে কাশিয়ানি উপজেলার কৃষি অফিসার পরিচয়ে সরকারি ও রেল সম্পত্তি পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বরাদ্দ নিয়ে বিগত সরকারের ছত্রছায়ায় দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তার পিতা মৃত অমুল্য কুমার বিশ্বাস বিগত সরকারের আমলে হিন্দু মন্দিরের নামে সরকারি বরাদ্দ বিষয়ে লিলি রানি বিশ্বাস (সাবেক ক্রিকেটার)সঙ্গে আতাত রয়েছে বলে এলাকায় অভিযুক্ত ছিলেন। সম্প্রতি ১লা নভেম্বর ভাদুলিয়ার একটি খ্রিষ্টিয়ান চার্চের জায়গা দখল করতে গেলে চার্চের লোকজন বাঁধা প্রদান করলে তিনি ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজনের যোগসাজসে চার্চে হামলা করে ২ জনকে গুরুতর জখম সহ চার্চে থাকা দানের নগত টাকা নিয়ে যায়। এ বিষয়ে অভিযোগ ৪ জনকে চিহ্নিত ও বাকি ১০/১৫ জনকে আসামি করা হলেও জেলা ম্যাজিষ্ট্রেট ২৬/১২/২০২৫ তারিখে ঘটনার প্রার্থমিক সত্যতার ভিত্তিতে ১ নং আসামি নিতাই বিশ্বাসকে জেল হাজতে প্রেরন করেন।
সরেজমিনে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন সূত্রে জানা যায়,গোপালগঞ্জের কাশিয়ানিতে খৃষ্টান পরিবারের সাথে দৃঘ্য দিন ধরে জমি জমার বিরোধের জের ধরে খৃষ্টান যাযক ষ্পিফেন বিশ্বাসের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার নিতাই বিশ্বাস ও সন্দীপ কুমার বিশ্বাস জোর করে স্টিফেন বিশ্বাস পরিবারের বেশ কিছু জমি ভোগদখল করে রেখেছেন।
এ ব্যাপারে ষ্টিফেন এলাকার চেয়ারম্যান, গন্যমান্য ব্যাক্তি, স্থানীয় থানা,সর্বশেষ উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট সমস্যার সমাদানের জন্য আবেদন করেন,এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন, কিন্তু বিবাদী নিতাই গং কারোই কোন কথায় গুরুত্ব না দিয়ে তিনি তার চাষাবাদ সহ অন্যান্য ভোগদখল চালিয়ে যেতে থাকে। তাকে চাষাবাদে বাঁধা দিলে নিতাই বিশ্বাস গং স্টিফেন বিশ্বাস ও তার বৃদ্ধ মায়ের উপর হত্যার উদ্দেশ্য হামলা চালায়, তাদের দুই জনেরই অবস্থা গুরুতর তাদের কে এলাকা বাসীর সহায়তায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তিকরা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করেন যাযক স্টিফেন বিশ্বাস।
এব্যাপারে স্টিফেন বিশ্বাস বলেন,আমি জানাতে চাই যে ১ নভেম্বর, ২০২৫ তারিখে, আমাদের গ্রামের কিছু গ্রামবাসী আমাকে এবং আমার মাকে আক্রমণ করেছিল। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের কারণেই এই আক্রমণটি হয়েছিল। গ্রামবাসীরা (হিন্দু এবং মুসলিম) আমাদের নিজস্ব জমি গির্জা ভবন বা অন্য কোনও খ্রিস্টীয় কার্যকলাপের জন্য ব্যবহারের পরিকল্পনার বিরোধিতা করে আসছে।
হামলার ফলে, আমি এবং আমার মা দুজনেই আহত হয়েছি এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরিস্থিতি আমাদের ভীষণ ভয় এবং যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।আমরা সুরক্ষা, ন্যায়বিচার এবং সহায়তার জন্য অনুরোধ করছি যাতে আমরা নিরাপদে আমাদের ধর্ম পালন করতে পারি এবং হুমকি বা সহিংসতা ছাড়াই আমাদের জমি অবাধে ব্যবহার করতে পারি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.