হালিম রাজঃ
বিষয়: গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের অবরুদ্ধ অবস্থান ও জীবনহানির আশঙ্কা – বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি হস্তক্ষেপের দাবি
গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা আজ চরম নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের অবরোধ ও পরিকল্পিত হামলার ফলে তারা বর্তমানে অবরুদ্ধ ও জীবনহানির শঙ্কায় রয়েছেন।
বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দাবি করছে—
আরও পড়ুনঃ পানছড়িতে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
👉 এই পরিস্থিতি থেকে অবরুদ্ধ নেতাকর্মীদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
👉 প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে অবরুদ্ধদের নিরাপদে সরিয়ে নেওয়া হোক।
👉 স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে অবরোধকারী আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত ও গ্রেফতার করতে হবে।
গোপালগঞ্জের ঘটনাই প্রমাণ করে — সরকার ও তার দোসররা জনতার ন্যায্য দাবির মুখে চরম দমননীতির আশ্রয় নিচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে তারা রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ধ্বংস করছে।
আরও পড়ুনঃ ৭ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ,১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে, অতপর
🔺 দেশের মানুষ আর সন্ত্রাসের কাছে মাথানত করবে না।
🔺 আওয়ামী সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
🔺 প্রয়োজনে জনতা আবারও রাজপথে নামবে — ইনশাল্লাহ।
আমরা সরকার ও প্রশাসনকে সতর্ক করে জানাচ্ছি:
যদি এই বর্বরতা অব্যাহত থাকে, তাহলে আন্দোলনের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। এর দায় সম্পূর্ণভাবে সরকার ও ক্ষমতাসীন দলের ওপর বর্তাবে।
✒️
হালিম রাজ
আহ্বায়ক
বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.