
মোজাফফর রহমান বগুড়া সিনিয়র রিপোর্টার ঃবগুড়ার গাবতলীতে গাবতলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় গাবতলী উপজেলার ৭১টি বেসরকারি স্কুল ও মাদরাসার মধ্যে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,২৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করেন গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক শামসুল আলম। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও হেরাল্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এস এম রাফিউল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ও ডিজিটাল মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল ওহাব এবং উপদেষ্টা লাইট ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো. মিরাজুল ইসলাম মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন চকসেকেন্দার আদর্শ কেজি স্কুলের পরিচালক শফিকুল ইসলাম দুলাল, ইসলামিক পি ক্যাডেট মাদরাসার পরিচালক মাসুম মিয়া, দুর্গাটা চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাকসহ অংশগ্রহণকারী ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবকগণ। তারা বলেন, এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে এবং ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করে। আমরা চাই এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অন্য একজন অভিভাবক যোগ করেন, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই হয় এবং তারা আরও ভালো করার উদ্দীপনা পায়। এতে স্কুলগুলোও মানোন্নয়নে এগিয়ে আসে। বৃত্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো কেন্দ্রটি এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফল ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে মূল্যায়ন করা হবে। ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় উৎসাহ দিতে তারা প্রতিবছর নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.