গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা হয়েছে, এতে পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার গুরুতরভাবে আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
গাজীপুর শিমুলতলীর শান্তিবাগে দৈনিক জন জাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসারের ওপর কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে আহত মেহেদী হাসান কাউসারের পক্ষ থেকে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বাদি হয়ে সদর থানা, জিএমপি, গাজীপুরে মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
খম সাইফ-উল হুদা এবং সানজিদা ফারহানা তাদের আপন দুই ভাই-বোনের পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়াতে, সেই ঝামেলার তদন্ত করার জন্য, দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার, নির্বাহী সম্পাদক জি.এস. জয়, ক্রাইম রিপোর্টার সারোয়ার আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সদর থানাধীন শিমুলতলীর শান্তিবাগ
এলাকায় ২৪ মে ২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় তথ্য সংগ্রহ করতে গেলে, ১। আমজাদ নেওয়াজ, ২। সানজিদা ফারহানা, ৩। আল আমিন ৪। মোঃ রাজ্জাক সহ আরও অজ্ঞাতনামা ৮/১০জন সন্ত্রাসী প্রকৃতির লোক দা, চাপাতি, ইটা, লোহার রড, লাঠি শোটা ইত্যাদি দেশীয় বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনীভাবে সকল সাংবাদিকদের উপর আক্রমন করে। সেই আক্রমনে পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার গুরুতরভাবে আহত হন।
এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমজাদ নেওয়াজ এর সহযোগীতায় সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার এর পরিহিত ফুলপ্যান্টের ডান পকেটে থাকা নগদ ৫০,০০০/-টাকা জোর পূর্বক নিয়া যায়। এবং মেহেদী হাসান কাউসারের চালিত ইয়ামাহা এফ-জেড মোটর সাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫৯-৬৯৭৬ ও দুইটি হেলমেট ভাংচুর করিয়া প্রায় ৫০,০০০/-টাকার ক্ষতি সাধন করে।
সে সময় এলাকার আশেপাশের লোকজন আসিতে থাকিলে কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের বাহিনী পরবর্তীতে সুযোগমতো সাংবাদিকদেরকে খুন করিয়া ফেলিবে অথবা সাংবাদিকদেরকে মিথ্যা মামলায় জড়াইয়া জেল খাটাইবে বলিয়া হুমকি প্রদান করে। তাৎক্ষনিক সাংবাদিকরা ৯৯৯ এ কল দিলে, সদর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে সাংবাদিকদেরকে উদ্ধার করে। পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার এর মোবাইল কল করে ৫০,০০০/-টাকা দাবী করিয়া অনুরূপ হুমকি প্রদান অব্যাহত করে।
মেহেদী হাসান, অফিসার্স ইনচার্জ, সদর থানা, জিএমপি, গাজীপুর জানান, মামলা হয়েছে, মামলার আসামিদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, খুব দ্রুত সময়েই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.