স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ ১ জুলাই মঙ্গলবার বাদ আছর থেকে ঐতিহ্যবাহী গাউসিয়া হক ভাণ্ডারীর (হামজার বাগ বিবিরহাট) সংলগ্ন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়নে প্রতি বছরের ন্যায় ধারাবাহিক ভাবে এইবারো শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালার প্রথম দিনে দেশ বরেন্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী জিয়া উলুম কামিল মাদরাস প্রভাষক মাওলানা আরিফুল মোস্তফা। বক্তারা বলেন কুরআন ও সুন্নাহর আলোকে আহলে বাইতে রাসুল (সাঃ) গনকে ভালবাসা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত।
আরও পড়ুনঃ অবিলম্বে, ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল বাতিল করা হউক
তাই কারবালার প্রকৃত শিক্ষা হচ্ছে অন্ধ বিশ্বাসের নাম ধর্ম নয় সত্যকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধির করার নামই হচ্ছে ধর্ম। আলোচক ছিলেন মাদরাসা-এ গাউসুল আযম-মাইজভাণ্ডারী উপাধ্যক্ষ মাওলানা মাঈনুদ্দীন মাইজভাণ্ডারী।
সভায় সভাপতিত্ব করেন শেখ মোকশেদুর রহমান দুলাল, সদস্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও উপদেষ্টা শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ। উপস্থাপনায় ছিলেন সৈয়দ আবু আহমদ-সদস্য শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ-২০২৫।
উপস্থিত ছিলেন মো. আলী-চেয়ারম্যান শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ, কো-চেয়ারম্যানবৃন্দ-এম মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু, কামাল উদ্দিন, আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, মহিব উল্যাহ, আশরাশ উদ্দিন সিদ্দিকী, কেন্দ্রিয় কমিটির সদস্যবৃন্দ, আল্লামা শায়েস্তা খান আযহারী, হাবীবুল হোসাইন-সচিব উদযাপন
পরিষদ, আবদুল মান্নান, মোহাম্মদ ওমর ফারুখ, শওকত হোসেন রুবেল, মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, ডাঃ বরুন কুমার আচার্য বলাই, মোহাং ফারুক, আবু সাহাদাত মো. সায়েম সুমন, খুরশিদ আলম, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গনি, মোহাম্মদ আলম প্রমুখ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাইজভাণ্ডারী আশেক ভক্তগন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.