গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠুর, দৈনিক পূর্ব দিগন্ত পত্রিকা জেলা প্রতিনিধি,,
ওপর প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন একই এলাকার মোছাঃ খোঁজার বেগম, স্বামী মোঃ আশারাফ আলী।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সম্প্রতি তিনি কিছু স্থানীয় অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে প্রকাশ করেন। এর জের ধরে খোঁজার বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক ও বখাটে ছেলেদের দিয়ে তাকে অপমান, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। কয়েকদিন আগে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিনের আলোতে তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুনঃ গজারিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া
মোঃ আমিনুল ইসলাম মিঠু বলেন,আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে স্থানীয় বিভিন্ন সমস্যা ও দুর্নীতির খবর প্রকাশ করি। এর ফলে প্রভাবশালী কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আমাকে শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছে। খোঁজার বেগম তার সহযোগীদের দিয়ে আমার চলাচলে বাধা সৃষ্টি করছে। আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সাংবাদিকদের এভাবে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।
ভুক্তভোগী বিষয়টি লিখিতভাবে গাইবান্ধা সদর থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রশাসনের কাছে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.