গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর ৫নং বল্লমঝাড় ইউনিয়নে ৭নং ওয়ার্ড টেংগরজানি গ্রামে পৈতৃক জমিতে বসবাসরত মোছাঃ লাভলী খাতুন উপর সন্ত্রাসী হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত মোছাঃ লাভলী খাতুন (২৫) গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লাভলী খাতুন তার পিতার পৈতৃক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি ঝড়ো বাতাসে তার টিনের চাল উড়ে গেলে, গত ২০ মে সকাল ৯টার দিকে তিনি মিস্ত্রি ডেকে ঘরের চাল পুনঃস্থাপনের কাজ শুরু করেন।
লাভলীর দাবি, ওই সময় একই এলাকার আব্দুল হামিদ (৫৩), মাহাম মিয়া (৫৫), সবুজ মিয়া (৩৫) ও সুজন মিয়া (৩০) লাঠি ও লোহার রড নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে মিস্ত্রিদের কাজ বন্ধ করে দেন এবং তাদের মারধরের হুমকি দেন। এ সময় তারা জমি দখলের চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লাভলীর পরিবার। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে, গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, তপশীলভুক্ত জমিটি গাইবান্ধা সদর বল্লমঝাড় ইউনিয়ন টেংগরজানি মৌজায়
, জেএল নং-৫৭, খতিয়ান নং-২১, সাবেক দাগ নং-১০৪, হাল দাগ নং-৪২৭, জমি-৩। শতক, দাগ নং-১০৬, জমি-০৮ শতক মোট জমি- ৪৫ শতক তার মধ্যে ০৬ শতক।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.