মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পার সোনাই ডাঙ্গা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আক্রমণকারী দুটি গ্রুপ মিলে ওই এলাকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বসতবাড়ি ও আবাদী জমি বেদখলের চেষ্টা চালিয়ে আসছিল।
আরও পড়ুনঃ হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা
আহতদের পরিবারের অভিযোগ, তাদের আবেদনের প্রেক্ষিতে এমআর মামলা নং ৩২৫/২৫ অনুযায়ী আদালত ১৪৪ ধারা জারি করে অবৈধ ঘরবাড়ি নির্মাণ বন্ধ করলেও আক্রোশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চারটি গ্রুপে বিভক্ত হয়ে হামলাকারীরা অতর্কিতে সন্ত্রাসী হামলা চালায়। প্রশাসন চলে যাওয়ার পরপরই তারা যে যেখানে ছিল, সেখানেই হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহতরা হলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩০) মেহেদী হাসান (১৫ মোঃ আব্দুল আজিজ সরকার (৬৫) মঞ্জুয়ারা বেগম (৬৫) আব্দুল মজিদ সরকার (৬০) সুজন মিয়া (২৭) আব্দুস সামাদ সরকার (৫৫) সাদিয়া আফরিন (১৫)।
আহতদের প্রাথমিকভাবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজনকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থার উন্নতি না হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
এ ঘটনায় জমির মালিকরা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.