
মকবুল হোসেন, সিনিয়র রিপোটার
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর একটি ভ্যানগাড়ি চালক।
গত ২৮ ডিসেম্বর রবিবার রাত সোয়া ৭টায় দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজের উপর এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত দুই কিশোরের নাম বাবু (১৯) ও রাকিব (১৭)। বাবু উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও রাকিব তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এবং আহত ভ্যানগাড়ি চালক (৩৫)। বাড়ি পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৭টায় দিকে বাবু ও রাকিব নামের দুই কিশোর মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা সদর বাজার থেকে নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে খুরশিদ মহল ব্রিজে উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের পেছনে থেকে মোটরসাইকেল ও ভ্যান গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী বাবু।
এসময় স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যায় সে। এবং ভ্যান গাড়ি চালককে হোসেনপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিশোর দুইজনের এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে বইছে শোকের মাতম।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনার থানায় মামলা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.