মোঃ আনোয়ার হোসেনঃ
যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশ ঘটানো এবং সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করেছে চিকনিকান্দি শ্রমিক অধিকার পরিষদ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনিকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. বশির মুনসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোকলেস হাওলাদার, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার, যুব অধিকার পরিষদের আহ্বায়ক অভি ইসলাম শাহিন, সদস্য সচিব জুয়েল সিকদার এবং মো: আরিফ হাওলাদার।
আরও পড়ুনঃ নোয়াখালীতে মো: আবদুল মান্নানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনতাসীর মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ চিকনিকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আজকের তরুণ প্রজন্ম যদি খেলাধুলার সঙ্গে যুক্ত হয়, তবে সমাজ থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে দূর হবে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলীয় চেতনা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে।
প্রধান অতিথি মো. বশির মুনসী বলেন,
খেলাধুলা মানুষের শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে। এ ধরনের উদ্যোগ আমাদের সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। আমরা চাই, প্রতিটি গ্রামে খেলার মাঠ থাকুক প্রতিটি তরুণ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুক।"
অন্যান্য নেতৃবৃন্দও খেলাধুলাকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তারা জানান, ফুটবল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সামগ্রী প্রদান করা হবে।
এসময় স্থানীয় তরুণরা ফুটবল পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, খেলাধুলার মাধ্যমে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং সমাজ থেকে সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড দূরে রাখবে।
ফুটবল বিতরণ অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.