গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টায় গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত দেশী ভোজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)-এর সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর। এতে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার আশরাফুল আলম, গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)-এর সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস-এর চাইল্ড প্রটেকশন অ্যান্ড সেফগার্ড কর্মকর্তা উম্মে কুলছুম ইলা।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক অবজারভারের প্রতিনিধি সরকার শহিদুজ্জামান, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি সাইফুল আলম প্রিন্স, জেলা মডেল প্রেসক্লাবের সম্পাদক মো. শাহজাহান, দৈনিক পূর্ব দিগন্ত ও জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা পত্রিকার ব্যুরো প্রধান মো. আমিনুল ইসলাম মিঠু, দৈনিক মানবজমীনের প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দেশ টিভির প্রতিনিধি ময়নুল হোসেন, সাপ্তাহিক অবিরামের সম্পাদক হারুনার রশিদ বাদল এবং দৈনিক প্রাইভেট ডিটেক্টিভের প্রতিনিধি শাকির হায়দার।
কর্মশালায় বাল্যবিবাহ, কিশোরী ও মাতৃত্বকালীন বিনিয়োগের যৌক্তিকতা, লিঙ্গ বৈষম্যকে টিকিয়ে রাখে এমন প্রত্যক্ষ ও পরোক্ষ সামাজিক মানদণ্ড চিহ্নিতকরণ এবং গণমাধ্যমে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের দায়িত্বশীল উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে গাইবান্ধা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমকে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.